বেঞ্জামিন রফিক : পিআইবি’র মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণে বদলাচ্ছে সংবাদকর্মীদের ভাবনা ও দক্ষতা আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার: নাটোরের সাংবাদিকতার পরিমন্ডলে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। জেলার প্রাণকেন্দ্র নাটোর প্রেসক্লাবের হলরুমে গত তিন দিন ধরে জমে উঠেছিল এক ব্যতিক্রমধর্মী আয়োজন-“মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্র্রশিক্ষণ কর্মশালা”। আয়োজন করেছে-“প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)”। আধুনিক গণমাধ্যম জগতে সাংবাদিকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এমন কর্মশালা জেলা পর্যায়ে অনেকটা প্রথমবারের মতো এতো পরিসরে অনুষ্ঠিত হলো। প্রতিদিন সকাল থেকে বিকেল- হাতের মোবাইল ফোন থেকে শুরু করে অন্যান্য ডিভাইস সবকিছুই যেন হয়ে উঠেছে শেখার মাধ্যম। চোখ প্রজেক্টরের স্ক্রিনে, মনোযোগ প্রশিক্ষকের কণ্ঠে। প্রশিক্ষণের প্রতিটি দিনেই ছিল ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ফোকাস: প্রথম দিনে বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ , দ্বিতীয় দিন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর এস এস আল আরেফিন, তৃতীয় দিন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও পিআইবি’র পরিচালক পারভীন সুলতানা রাব্বী এবং প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রশিক্ষণ দেন। এই তিনদিনে সংবাদ লেখার মূল কাঠামো, সংজ্ঞা, উপাদান ও চেতনা, সংবাদে কনটেন্টের সৃজনশীলতা, ফ্যাক্টচেকিং ও সোর্স ব্যবহার, মোবাইল জার্নালিজম, ডিভাইস সেটিংস, ভিডিও সাংবাদিকতার আধুনিক কৌশল, রিপোর্টং করণীয়-বর্জণীয়, সাংবাদিকতার নীতিমালা নিয়ে আলোচনা ও হাতে কলামে শিক্ষা দেওয়া হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন- “এই প্রশিক্ষণ মাঠপর্যায়ের সাংবাদিকদের বাস্তবচিত্রের সঙ্গে খাপ খাওয়াতে বড় ভূমিকা রাখবে। স্থানীয় সাংবাদিকদের মধ্যে একধরনের অনুপ্রেরণার সঞ্চার ঘটেছে।” এনটিভি’র হালিম খান জানালেন- “আমরা এতদিন অনেক কিছু অভ্যাসের ভিত্তিতে করতাম। এখানে এসে বুঝেছি-প্রতিটি প্রতিবেদন তৈরির আগে পরিকল্পনা, যাচাই, ও গঠনমূলক চিন্তা কতটা জরুরী।” এখন টিভি’র মাহবুব হোসেন বলেন- “ মানসম্পন্ন ভিডিও সংবাদ তৈরিতে এমন প্রশিক্ষণের বিকল্প নেই।” বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টায় অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। অংগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দিয়ে তিনি বলেন- “তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকদের প্রতিনিয়ত নিজেদের আপডেট রাখতে হবে। পিআইবি’র এই উদ্যোগ জেলার সংবাদকর্মীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক পারভীন সুলতানা রাব্বী, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, এই কর্মসূচির ধারাবাহিকতায় নাটোর জেলার সাতটি উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্যও তিন দিনের অনুরূপ প্রশিক্ষণ আয়োজন করা হবে, যা একই ভেন্যুতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। নাটোরের সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ শুধু একটি কর্মশালা নয়- এ যেন ভবিষ্যতের সংবাদ জগতের জন্য প্রস্তুতির এক দরজা। সংবাদ সংগ্রহ, যাচাই ও প্রচারের এই নতুন ধারায় অংশগ্রহণকারীরা হয়তো আগামী দিনের আরও পেশাদার, আরও দায়বদ্ধ এবং প্রযুক্তি-সচেতন সাংবাদিক হয়ে উঠবেন। তথ্যের গতি যেখানে প্রতিমুহূর্তে বদলায়, সেখানে এই প্রশিক্ষণ হয়ে উঠছে সংবাদজগতের প্রযুক্তিনির্ভর নবযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।