মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৭

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি করে বদলি জনমনে স্বস্তি

0Shares

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ উওরের অবহেলিত জেলা কুড়িগ্রাম এজেলা একমাত্র চিকিৎসার নির্ভরযোগ্য ও ভরসার স্থান  কু‌ড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের সেখানেই এতোদিন ক্ষমতাও আধিপত্য বিস্তার করে ঘাপটি মেরে বসে ছিলো এই তত্ত্বাবধায়ক ডা. মো. শ‌হিদুল্লাহ‌ লিংকন তবে ওনার  ওএস‌ডি করা হ‌য়ে‌ছে এই খবরে জনমনে স্বস্তি বিরাজ করছে । সেই স‌ঙ্গে স্বাস্থ‌্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ‌কে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়।  সোমবার (১১ আগস্ট) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ মন্ত্রণাল‌য়ের যুগ্মস‌চিব সান‌জীদা শার‌মিন স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ আদেশ জা‌রি ক‌রেন।  ওই প‌ত্রে ডা. মো. শ‌হিদুল্লাহ‌কে গাইবান্ধার ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে বদলি করা হয়। আগামী ১৭ আগস্ট বদলীকৃত কর্মস্থ‌লে যোগদান না কর‌লে পরবর্তী কর্মস্থ‌লে তা‌কে ওই পদ থে‌কে অবমুক্ত করা হ‌বে ব‌লেও উল্লেখ করা হয়। জানা যায়, গত ২০২১ সা‌লে ডা. মো. শ‌হিদুল্লাহ‌ কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে তত্ত্বাবধায়‌কের দা‌য়িত্ব গ্রহণ ক‌রেন। এরপর থে‌কে নানা অনিয়ম আর দা‌য়িত্ব অব‌হেলার অভিযোগ ওঠেছে তার বিরু‌দ্ধে। এর আগে গত ২৫ জুলাই চি‌কিৎস‌কের অব‌হেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) না‌মে এক শ্বাস ক‌ষ্টের রোগীর মৃত‌্যু হয়। এর ৬ দিন পর বুধবার (৩০ জুলাই) উলিপুর উপ‌জেলার ধাম‌শ্রেণি ইউনিয়‌নের নাওড়া গ্রা‌মের বা‌সিন্দা ফুলবাবু দাস (১৮) না‌মে আরো এক শ্বাস কষ্ট রোগীর মৃত‌্যু হয়। পরপর দুই রোগীর মৃত‌্যুর ঘটনাটি বি‌ভিন্ন গণমাধ‌্যমে সংবাদ প্রকা‌শিত হ‌য়। ঘটনা‌টি জানা‌জা‌নি হ‌লে হাসপাতাল‌টির চি‌কিৎ‌স‌কের দা‌য়িত্ব নি‌য়ে জেলাজু‌ড়ে সমা‌লোচনার সৃ‌ষ্টি হয়।  ত‌বে এ বিষ‌য়ে জানতে  ডা. মো. শ‌হিদুল্লাহ‌ লিংকন এর স‌ঙ্গে মুঠোফোনে যোগা‌যোগ করা হ‌লেও তাকে পাওয়া যায়‌নি।

0Shares

শেয়ার করুন

এ সম্পর্কিত আরো