মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:৪৯

সিরাজগঞ্জে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানান কর্মসূচি পালিত

0Shares

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর মমতাময়ী মাতা মরহুমা বেগম শামসুন্নাহারের ১২তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মরহুমার নিজ বাসভবনে কোরআনখানি ও বিশেষ মোনাজাত, রহমতগঞ্জ পৌর কবরস্থানে কবর জিয়ারত এবং পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রোগ চিকিৎসা প্রদান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজ এবং  কবর জিয়ারত ও  মাদ্রাসায় খাবার পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, চব্বিশের বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে নতুন ধারায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রোগ চিকিৎসা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি একটি ব্যতিক্রম উদ্যোগ, যা শৈশব থেকেই রক্তদান বিষয়ে সচেতনতা তৈরি করবে। আজকের এই দিনে আমার জন্মদাত্রী মা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমি সকলের কাছে আমার মা বাবার রূহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি, সহকারী প্রধান শিক্ষক শামীম আরা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ জুয়েল, রহমতগঞ্জ পৌর কবরস্থানে মরহুমার বড় ছেলে আলহাজ্ব শামসুল হুদা, ছোট ভাই মোঃ সাইফুল ইসলাম, ছোট ভাই সেলিম আক্তার বাবু, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সহ-সম্পাদক আলম রহমান, শ্রম বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ প্রমুখ। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ সরকার।

0Shares

শেয়ার করুন

এ সম্পর্কিত আরো