
উপকূলের প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা ও জীবন মানোন্নয়নে লক্ষ্যে সমাবেশ করেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা হলরুম মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আরাফাত হুসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারী কলেজ অধ্যক্ষ মো. জামাল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুরুল হুদা চৌধুরী, উপজেলা জামায়াতে আমীর মাওঃ মো. আবুল খায়ের, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোছাইন, কমলনগর প্রেসক্লাবের আহ্বায়ক মুছাকালিমুল্লাহ ও প্রধান শিক্ষক মো. কামরুল হাছান প্রমুখ। সমাবেশে শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণদের মাঝে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে উপজেলার ৪৩টি প্রাইমারী স্কুলে কর্ণার স্থাপন, ৫ হাজার খাতা ও ৩ হাজার শিক্ষার্থীকে টিপিনের উপকরণ দেওয়া হয়।