মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৪

কুড়িগ্রামে ক্যান্সারে আক্রান্ত  সিরাজুল বাঁচতে চান

151Shares

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:১০-০৮-২০২৫ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন দেবীপুর গ্রামের মৃত্যু কোরবান আলীর পুএ সিরাজুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ ৯ বছর যাবৎ সিরাজুল মারাত্মক এই রোগে ভুগছেন। বাবার রেখে যাওয়া সহায় সম্বল ও নিজের গুচ্ছিত টাকা চিকিৎসার পিছনে ব্যয় করে  নিঃস্ব হয়ে পড়েছেন । বর্তমানে বিনা চিকিৎসায় অসহায় জীবন যাপন করছেন। সিরাজুল বলেন বৃদ্ধ মা, তিন সন্তানসহ মোট ছয় জনকে নিয়ে বসবাস করছি।পরিবারের একমাএ উপার্জনক্ষম ব্যক্তি হওয়ার নিজের ওষুধ  কিনতে হিমশিম খেতে হচ্ছে, আবার পরিবারের বৃদ্ধ মা, ছেলে -মেয়ের লেখাপড়ার ব্যয়সহ ৬ সদস্যের ব্যয়ভার বহন করতে অক্ষম হয়ে পড়েছি। বর্তমানে আমি সিএ রেক্টাম ক্যান্সারে আক্রান্ত যা  চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন। বর্তমানে এই চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমার  প্রায় ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন।টাকার অভাবে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছি না। এবিষয়ে ভিতরবন্দ ইউনিয়নে স্থানীয় বাসিন্দা রোকন বলেন সমাজের অনেক বিওবান প্রভাবশালী শ্রেণীর লোকজন সিরাজুলের চিকিৎসাসেবায় এগিয়ে আসলে হয়তোবা সিরাজুল বেঁচে থাকার স্বপ্ন দেখতো।  এবিষয়ে ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ বলেন সমাজের সার্মথ্যবান ব্যক্তির সবার সহযোগিতায় মাধ্যমে সিরাজুল চিকিৎসাসেবা নিশ্চিত করলে তাঁর ৩ টি শিশুসহ পরিবারটি ঘুরে দাঁড়াতে পারত। এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, শিক্ষাবিদ ও সাংবাদিক  অধ্যাপক  হাসিবুর রহমান হাসিব জানান মানুষ মানুষের জন্য এ মনোভাব নিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করে সিরাজুলকে উন্নত চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব।

151Shares

শেয়ার করুন