মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:২৯

প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কাজ করবে: ফজলুল হক মিলন

0Shares

 শাহবাজ খান মাশফি, ঢাকা :  সত্যিকার অর্থে শিক্ষার কোন বিকল্প নেই। যে দিন প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কাজ করতে শুরু করবে। সে দিন থেকেই দেশ ও জাতির মুক্তি আসবে, রাহু মুক্ত হবে দেশ। পালাবে ফ্যাসিস্ট স্বৈরাচার। কাজেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানালেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। ৮ আগস্ট, কালীগঞ্জ উপজেলার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোল্লা কল্যাণ ট্রাষ্টের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মোল্লা কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মোঃ গোলজার হোসেন মোল্লার সার্বিক দিক নির্দেশনায় এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শামীমা সুলতানা রিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলায়মান আলম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিজুল ইসলাম দর্জি, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ হারুন অর রশিদ দেওয়ান,  কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শাহ আলম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ নাইম খান, জামালপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ ইকবাল সরকার, জেলা ছাত্রদলের সাবেক নেতা ইয়াসিন মোল্লা, যুবনেতা মাসুম শাহরিয়ার, শিক্ষানুরাগী ও সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান। মোল্লা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ও বিসমিল্লাহ্ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন। এসময় অন্যান্যের মাঝে বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহিম শেখ, মানিক মাস্টার, মোয়াজ্জেম হোসেন মাস্টার, মোতাহার শেখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুল হক মিলন বলেন, সুশিক্ষায় শিক্ষিত জাতিই পারে সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে। এসময় তিনি, মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন এলাকার যুব সমাজকে মাদক, দূর্নীতি, সন্ত্রাস ও অনাচার বন্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে সম্মিলিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। এ শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন আরো বলেন, গণতন্ত্র রক্ষায় সবচেয়ে জরুরি ভোটাধিকার। আগের সরকার রাতের ভোট, ডামি ভোট করে ক্ষমতায় থাকায়, তাদের মধ্যে ফ্যাসিস্ট ভাব পরিলক্ষিত! তারা কারোর ভোটের তোয়াক্কা করত না। ছিলোনা তাদের মধ্যে কোন জবাবদিহিতা। কার আগে কে লুটপাট করে বিদেশে টাকা পাচার করবে, এই প্রতিযোগিতায় তারা অন্ধ হয়ে গিয়েছিল।  অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা বৃত্তির অর্থ ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, মোঃ গোলজার হোসেন মোল্লার সহধর্মিণী শামীমা সুলতানা রিনা।

0Shares

শেয়ার করুন