
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য দরিয়াবাদ হাসপাতাল সংলগ্ন জামে মসজিদ থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। এতে স্কুল, মাদরাসা ও মসজিদ গামীদেরসহ সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। মা আয়েশা (রা.) নূরানী কিন্ডারগার্টেন ও মহিলা কওমী মাদরাসার সুপার সোলায়মান হক বলেন,“আমরা ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নাগরিক হিসেবে সব ধরণের সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় পানি উঠে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। অনেক সময় রাস্তায় পানি থাকায় ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে পারে না। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন।” দরিয়াবাদ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান,“সুন্দর আলীর বাড়ি থেকে আমাদের জামে মসজিদ পর্যন্ত রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে। ফলে ময়লাযুক্ত পানি পেরিয়ে মসজিদে আসতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। অতি দ্রুত রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।” সাংবাদিক আব্দুস সামাদ জানান, মধ্য দরিয়াবাদ জামে মসজিদ থেকে সুন্দর আলী বাড়ি পর্যন্ত রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা করা জরুরী। সামান্য বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি ওঠে মানুষের চলাচলের ভিন্ন ঘটে। এলাকাবাসী জানান,প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়েও বছরের পর বছর তারা মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষাকালে এই সমস্যার তীব্রতা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।