
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবার আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ আগষ্ট) সকাল ১০ টায় শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা এ্যাপেক্স জুট মিল থেকে লাভলু বাবুল কম্পোজিট মিলস্ পর্যন্ত এ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দ। পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল নেওয়াজ তুহিন। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নূর কায়েম সবুজ, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মন্জুর আলম তালুকদার মজ্নু, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম টুপা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম মুন্সি,সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হজরত আলী,ফরহাদ হোসেন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজসহ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি , শিয়ালকোল ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।