রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৯

কমলনগরে ইউপি সদস্য নিজাম উদ্দিন গ্রেফতার

2Shares

লক্ষ্মীপুরের কমলনগরে নিজাম উদ্দিন (৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চর পাগলা গ্রামের বাসিন্দা মো. ইউসুফের ছেলে। ও একই ইউনিয়নের তিন নং ওয়ার্ড ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য।

জানা যায়, আওয়ামী লীগের পতন হওয়ার আগে ইউপি সদস্যপদ ও উপজেলা যুবলীগের সদস্যপদ ব্যবহার করে এলাকায় সালিশ দরবার করে মানুষজনের উপর ব্যপক
প্রভাব বিস্তার করতেন নিজাম উদ্দিন। যা আওয়ামী লীগ সরকার পতনের পরেও নিয়মিতভাবে চালিয়ে আসছিলেন তিনি।
তাকে গ্রেফতারের বিষয়টি থানার ওসি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম জানান , ইউপি সদস্য নিজাম উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ ও রাজনৈতিকভাবে কর্মকান্ড পরিচালনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া তার বিষয়ে আরও ভালোভাবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

2Shares

শেয়ার করুন