
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলা পরিষদ “চিনাডুলি তৎসহ বেলগাছা ফেরিঘাট ও কুলঘাট” ইজারার জন্য পঞ্চম ধাপের সর্বোচ্চ ডাককারীর বিডি ফেরত না দিয়ে আবারো দরপত্র বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগে জানাগেছে, জামালপুর জেলা পরিষদ “চিনাডুলি তৎসহ বেলগাছা ফেরিঘাট ও কুলঘাট” ইজারার জন্য গত ২৫ জুন এক কোটি তেত্রিশ লাখ ৯৮ হাজার টাকা প্রাক্কলিত মুল্য নির্ধারণ করে পরপর পাঁচ বার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রথম চার বার কেউ দরপত্র আহ্বানে সারা দেয়নি। তবে পঞ্চম বারের দরপত্র আহ্বানের পর দুইজন ডাককারী ডাকে অংশ গ্রহণ করেন। পঞ্চম বারের ডাকে সর্বোচ্চ ডাককারী আলতাফুর রহমান ৯১ লাখ টাকা দর নির্ধারণ করে ডাকে অংশ গ্রহণ করেন এবং নিকটতম ডাককারী আব্দুর রাজ্জাক লুডু ৮৩ লাখ টাকা দর নির্ধারণ করে ডাকে অংশ গ্রহণ করেন। তবে পঞ্চম বারের সর্বোচ্চ দরদাতার নির্ধারিত মুল্য প্রাক্কলিত মুল্যের অনেক কম হওয়ায় জেলা পরিষদ গত ২ আগষ্ট ঘাটটির জন্য আবারো দরপত্র আহ্বান করেন। পঞ্চম বারের সর্বোচ্চ দরদাতা আলতাফুর রহমান বলেন, তিনি সর্বোচ্চ দরদাতা হওয়া সত্তেও জেলা পরিষদ কর্তৃপক্ষ তাকে ঘাটের ইজারাদার হিসাবে ঘাটের দলিল প্রদান করেননি এবং তাকে দরপত্রের বিডি ফেরত দেয়নি। অথচ বিডি আটকে রেখে পূণ:দরপত্র আহ্বান করেছেন। এব্যাপারে জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম জানান, অফিসিয়াল কাজ অফিসিয়াল নিয়মেই হচ্ছে।