
ফারুক হোসেন : নরসিংদী সদরের দিলারপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার (৮ আগষ্ট) বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, দিলারপুর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে আমাদের সাম্প্রতিক বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মহৎ উদ্যোগকে বিশেষভাবে সহযোগিতা করায় আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি শরিফুল সরকারের প্রতি। তাঁর আগ্রহ, সময় ও সম্পদ দিয়ে তিনি আমাদের কার্যক্রমে যে অবদান রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
এ প্রতিবেদককে তারা আরো জানান, গাছ লাগানো মানে শুধু একটি চারা নয়,এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রতিশ্রুতি আসুন, আমরা সকলে মিলে আরও বেশি গাছ লাগাই,ও সচেতন নাগরিকদের অনুপ্রেরণায় সবুজের ছায়া ছড়িয়ে দিই।
উল্লেখ্য,নরসিংদী সদরের অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিলারপুর সমাজ কল্যাণ পরিষদ ইতোমধ্যে ঈদে দু:স্থদের মাঝে গোশত বিতরণ,দু:স্থদের নানান সহায়তা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সকলের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।