বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:৫৫

ফের ভুলুয়া নদীর বাঁধ অপসারণ পাউবোর

37Shares

লক্ষ্মীপুরের রামগতির ভুলুয়া নদীর পানি প্রবাহ প্রতিবন্ধকতা ও প্রভাবশালীদের দখলে থাকা অবৈধ বাঁধ অপসারণে দ্বিতীয়বারের মতো কাজ শুরু করেছে  পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লক্ষ্মীপুর কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে চর পোড়াগাছা ইউনিয়নের আযাদনগর ষ্টিল ব্রিজ সংলগ্ন ভুলুয়া নদীর রামগতি অংশ থেকে এ অপসারণ কাজ শুরু করা হয়।

এরআগে অতিবৃষ্টির কারণে কমলনগর উপজেলার তোরাবগন্জ্ঞ, চর-কাদিরা ইউনিয়ন এবং রামগতি উপজেলার চর-নেয়ামত, চর-পোড়াগাছা ইউনিয়নের জলাবদ্ধতা লাগবে অবৈধ বাঁধ অপসারণ অভিযান পরিচালনা করেন পাউবো।
অভিযানে শ্রমিক ও ভেকু মেশিনের সাহায্যে অসংখ্য বাঁধ অপসারণ করে পানি প্রবাহে ভুলুয়ায় স্বাভাবিক স্রোতের সৃস্টি করা হয়।
এসময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লক্ষ্মীপুর জেলা
উপ সহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী ও আবদুর রহিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের (৪ সেপ্টেম্বর) এ্যাডভোকেট সাত্তার পালোয়ান মানবসৃষ্ট বন্যা রোধে ভুলুয়া নদীসহ লক্ষ্মীপুর ও নোয়াখালীর সকল খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন।

এরইপ্রেক্ষিতে পরের দিন ৫ সেপ্টেম্বর
লক্ষ্মীপুর ও নোয়াখালীর ভুলুয়া নদীসহ সকল খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট।

এতে ভুলুয়া নদীতে অবৈধ দখলের ঘটনা তদন্ত ও অবৈধ বাঁধ অপসারণে সময় বেঁধে আদেশ দেওয়া হয়। আদেশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ দখলের ঘটনায় তদন্ত শুরু করে ১০ কর্ম দিবসের মধ্যে দখল উচ্ছেদ করে ভুলুয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করে হাইকোর্টকে প্রতিবেদন দিতে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

এরইপ্রেক্ষিতে ভুলুয়া নদীর অবৈধ দখল ও বাঁধ অপসারণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। যা আজও চলমান রয়েছে।

37Shares

শেয়ার করুন