
কাজী শহীদ : আগামী ৬ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করার লক্ষ্যে, এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের মাসের বর্ষপূর্তি ঘিরে দলীয় অবস্থান ও আন্দোলন জোরদার করার উদ্দেশ্যে রোববার (৩ আগস্ট) সালনা রিসোর্টে গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির নেতৃস্থানীয় নেতা মোঃ শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন এম. মঞ্জুরুল করিম রনি। সভায় নেতৃবৃন্দ বলেন, এই ঐতিহাসিক মাসে শহিদদের আত্মত্যাগের স্মরণে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। সভায় গাজীপুর মহানগরসহ প্রতিটি ওয়ার্ড, থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিরবিচারে অংশগ্রহণ ও সক্রিয় প্রস্তুতির উপর জোর দেওয়া হয়। সভা শেষে ঢাকার প্রোগ্রামকে সফল করতে কর্মপরিকল্পনা নির্ধারণ ও দায়িত্ব বণ্টন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ এবং ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান। সভায় বক্তব্য রাখেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ। তিনি বলেন, “শোকের মাস আমাদের আত্মত্যাগ, আন্দোলন ও প্রত্যয়ের প্রতীক। শহিদদের রক্ত যেন বিফলে না যায়—সেই অঙ্গীকারে আমরা পূবাইল থানা বিএনপি সর্বশক্তি দিয়ে ৬ আগস্টের কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে প্রস্তুত রয়েছি। ইনশাআল্লাহ, গণতন্ত্রের বিজয় আমাদের হবেই।