লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির তৃনমুল পর্যায়ের নেতা নির্বাচন করতে ভোট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কমলনগর কলেজ মাঠে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে মীর শিব্বির আহাম্মদ (আনারস প্রতীক) ও সাধারণ সম্পাদক পদে নুর আলম মোরশেদ (ফুটবল প্রতীক) জয়লাভ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার (১ আগস্ট) দুপুর সোয়া ২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা ৪৫৯ জন ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ পরবর্তী গননা শেষে ফলাফল ঘোষণা করেন দায়ীত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া।
ভোটার আবুল কাশেম বলেন, আগে শুনতাম, মানুষ কবরে থাকে আর ভোট হয়ে যায়। এখন নিজের হাতে ভোট দিতে পারছি, ভালো লাগছে।
ভোট পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক জাফর আহম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির নেতা হাছিবুর রহমান বলেন, আমরা যেমন রাষ্ট্রে গণতন্ত্র চাই, তেমনি দলে গণতন্ত্র চর্চা করছি। এটা তারেক রহমানের নির্দেশনার অংশ। আমাদের লক্ষ্য সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণ।
তিনি আরও বলেন, শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিলেন। কিন্তু এ দেশের মানুষ তা হতে দেয়নি।
উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন,উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটি গঠন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তারেক রহমানের নির্দেশনায় দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।