বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩

কুড়িগ্রামে ধর্ষণ মামলার আসামীকে যাব্বজীবন কারাদন্ড

0Shares

মিজানুর রহমান:  কুড়িগ্রাম প্রতিনিধি:৩০-০৭-২০২৫ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা  উপজেলা গেট গ্রামের মৃত্যু  মোহাম্মদ আলীর পুএ শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড দিয়েছেন কুড়িগ্রাম আদালত। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উপজেলা গেট গ্রামের মুকুল মিয়ার মেয়ে তৎকালীন ফুলবাড়ি জছিমিয়া সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাএীকে শফিউল জোরপূর্বক ধর্ষণ করে। মামলার এজাহার সুএে জানা যায় মুকুল মিয়ার বাড়িতে গত ২০১৩ সালের মার্চ মাসে ১২ তারিখে  লোকজন অনুপস্থিত থাকার সুবাদে একই গ্রামের মৃত্যু মোহাম্মদ আলীর পুএ শফিউল আলম ভিকটিমকে চানাচুর হাতে দিয়ে তাঁর নিজ বাড়ির   ঘরে ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেঁপে জোরপূর্বক  ধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার করলে তাঁর মা দৌড়ে এসে দেখলে শফিউল আলম দৌড়ে পালিয়ে যায়।  মেয়ের বাবা ২০১৩ সালের মার্চ মাসের ১৩ তারিখে ফুলবাড়ি উপজেলার থানায়  একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৫। দীর্ঘ ১২ বৎসর মামলা চলমান থাকার পর গতকাল ২৯ শে জুলাই কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ  বিচারক  রিপতি কুমার বিশ্বাস ধর্ষক শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড প্রদান করেন। দেরিতে হলেও মামলা তদন্ত সাপেক্ষে এরকম জঘন্যতম অপরাধের রায়ে কুড়িগ্রাম জেলাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। এবিষয়ে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্্যনালের  পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান জানান আইনের প্রতি মানুষের  সর্বদা শ্রদ্ধা ও বিশ্বাস আছে। এজন্য মানুষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাজে সঠিক ও ন্যায়বিচার পাচ্ছে।  এবিষয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জানান আমরা কুড়িগ্রাম জেলা জজ কোর্টের বিচারকগণকে সাধুবাদ জানাই এরকম ন্যাক্কারজনক ঘটনার সঠিক রায় প্রকাশ করেছেন।

0Shares

শেয়ার করুন