
মোঃ শরীফ ভূইয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর(নামা পারা) গ্রামের জাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। রূপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রূপগঞ্জ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে জাঙ্গীর কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত )মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড, তারাজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ গাজী প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল জাঙ্গীর (নামাপাড়া)গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম ইব্রাহিম খলিল তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।