বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:০২

তাড়াশ উপজেলা ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

4Shares

এনামুল হক, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তাড়াশ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলীর বাসভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মোঃ মুত্তাকিম বিল্লাহ রোকনী এবং পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাসির উদ্দীন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুর রহমান টুটুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল। বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁধন সরকার, সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, নায়েব আলী প্রমুখ। এসময় তাড়াশ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

4Shares

শেয়ার করুন

এ সম্পর্কিত আরো