লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একটি বাড়ির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার চর লরেন্স ইউনিয়নের চার নং ওয়ার্ড এলাকার শামসুদ্দিন মৃদা বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাহাদাত হোসেন যোগাযোগ প্রতিদিনকে জানান, একই উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা তারা। নতুন জমি কিনে নতুনভাবে বসতঘর উত্তোলন করেছেন তারা। মাত্র তিনদিন হয় পরিবার নিয়ে নতুন ঘরে উঠেছেন।
শুক্রবার রাতে স্থানীয় করইতলা বাজার থেকে একটি সিলিন্ডার গ্যাসের বোতল কিনে এনে চুলোর সাথে সংযোগ করে সুইচ অন করার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। নিজেদের চেষ্টা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পাকের ঘর এবং বসতঘরের অনেকটাই পুড়ে ছাই হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দমকলের সাহায্যে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়া
আগুনে পরিবারের সদস্যরা পড়নের কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারেনি জানিয়ে গৃহকর্তা তহুরা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এতে পরিবারটি অন্তত আট লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হন। তবে পরিবারের কারো শারীরিক ক্ষতি হয়নি বলে জানান তিনি।
কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাকিবুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়ে নিশ্চিত করে যোগাযোগ প্রতিদিনকে জানান, দুইটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে তাৎক্ষণিকভাবে আট লাখ টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ধারণা করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।