শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২২

ষড়যন্ত্রের দাবানলে দমে না যাওয়া এক সাহসী সাংবাদিক রাজু আহমেদ

6Shares

 

 

 

বরাবরই ব্যতিক্রমতার স্বাক্ষর রেখে খুব গভীরভাবে সাধারণ মানুষের নজর কেড়েছেন গণমানুষের আস্থাভাজন সংবাদকর্মী, লেখক, সাংবাদিক ও কলামিষ্ট রাজু আহমেদ।

গদবাধা পেশাগত দায়িত্বের বাইরেও সমাজের জন্য ব্যক্তিগতভাবে কিছু করার দায়বদ্ধতা থেকে এই তড়িৎকর্মা এ সংবাদকর্মী সার্বক্ষনিক নজর রেখে চলেছেন সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, নির্যাতিত সাধারণ মানুষের উন্নয়ন পরিকল্পনায়।

ইতোমধ্যে রাজধানীসহ গোটা দেশের বেশ কিছু বাল্যবিবাহ রোধ, আলোচিত অপরাধ দমন, মাদক নির্মুল, অসংগতি দূরীকরণসহ এসংশ্লিষ্ট প্রশাসন ও দপ্তরকে নিজের লেখনীর মাধ্যমে সহযোগীতা করে কর্তব্যনিষ্ঠার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।

ব্যতিক্রমি এই মানিবক, সাহসী, প্রতিবাদী, বস্তনিষ্ঠ, নীতির সাথে আপোষহীন গণমানুষের গণমাধ্যমকর্মী হিসেবে তার এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সব মহলেই।
নিজ দায়িত্বের বাইরেও কখনো তার দেখা মেলে অসহায় কোন দরীদ্র অথবা নির্যাতিত মানুষের দোরগোড়ায়, কখনো ছুটে যান অসু্স্থতায় সবিধা বঞ্চিত সাধারণ মানুষের সেবায় প্রয়োজনে রক্ত বিলিয়ে দিতে, কখনো আবার ছুটে যান কোন স্কুলের শিক্ষার্থীদের মাঝে তাদের পড়াশোনার খোজ খবর নিতে। দেশে বিগত মহামারী করোনাকলীন সময়েও ঘরে বসে না থেকে মানুষের সেবায় নিজের জীবনকে বাজি রেখে জনসেবায় নিষ্কণ্টক ও নিঃস্বার্থভাবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি।

 

 

সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিটি অঙ্গনে এভাবেই একজন ব্যতিক্রমি ভাবনার সংবাদকর্মী হিসেবে পরিচিত ও সর্বমহলে গ্রহণযোগ্য একজন উচ্চমানের ব্যক্তিত্ব রাজু আহমেদ।

পদ্মা কণ্যা খ্যাত জেলা রাজবাড়ীর গোয়ালন্দ উপজলোয় জন্ম গ্রহণ করলেও এদেশ তথা জাতির সন্তান হিসেবে পেশাগত দায়িত্বে রাজধানী ঢাকার মিরপুর থেকে উঠে আসা এক সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকের নাম রাজু আহমেদ। তিনি বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এ স্টাফ করেসপন্ডেন্ট (Staff Correspondent) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিজয় টেলিভিশন, খোলা কাগজ, ডেইলী ট্রাইবুনাল, বাংলা আওয়ার পত্রিকাসহ এদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন ও পত্র-পত্রিকায় কন্ট্রিবিউটিং রিপোর্টার হিসেবে কাজ করে আসছেন। শুধু সংবাদ পরিবেশনই নয়, বরং তিনি সংবাদকে হাতিয়ার করে সামাজিক অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সাহসী অবস্থান নেন।

 

 

 

রাজু আহমেদ একাধারে সাংবাদিক, কলাম লেখক এবং সামাজিক বিশ্লেষক। মিরপুরের নানা সংকট, দুর্নীতি, স্বাস্থ্যসেবা, নগর উন্নয়নের বৈষম্য এবং রাজনৈতিক হয়রানি নিয়ে তিনি ধারাবাহিক রিপোর্ট করে আলোচনায় আসেন। তার লেখনীতে উঠে আসে বাস্তবতা, মানুষের কষ্ট আর অন্ধকারের বিপরীতে একটি স্বচ্ছ সমাজ গঠনের বার্তা।

 

২০০৭ সালে যোগাযোগ প্রতিদিন নামক একটি দৈনিকে কাজ শুরুর মাধ্যমে সংবাদকর্মী হিসেবে যাত্রা শুরু করেন। ২০১৪ সাল থেকে তিনি সময়ের কণ্ঠস্বর পত্রিকার সাথে যুক্ত রয়েছেন। তার প্রতিবেদনগুলোর মধ্যে সন্ত্রাসবাদ, কিশোরগ্যাং সমস্যা, দূর্নীতি, মাদক সন্ত্রাস, চিকিৎসা ক্ষেত্র অর্থাৎ হসপিটালের অব্যবস্থাপনা, স্থানীয় ক্ষমতাবানদের অপব্যবহার এবং শহরের বেহাল দশা, জলাবদ্ধতা, সমাজের অসংগতিসহ অসংখ্য সমস্যা নিয়ে রিপোর্ট বিশেষভাবে সাড়া ফেলে।

 

তিনি বিভিন্ন সময়ে হুমকি ও রাজনৈতিক চাপে পড়েছেন, এমনকি কিছু রিপোর্টের কারণে তার উপর হামলার ঘটনাও ঘটেছে। তারপরও রাজু আহমেদ সংবাদপত্রকে তার অস্ত্র এবং জনগণের কথা বলার প্ল্যাটফর্ম মনে করেন।

রাজু আহমেদের বক্তব্যে বারবারই উঠে আসে:

“সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হতে চাই।”

 

তাঁর কাজ ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। তিনি অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন।

শেষ কথা:
রাজু আহমেদ হচ্ছেন সেই কণ্ঠস্বর, যিনি দুর্নীতির আঁধারে আলো জ্বালাতে পিছপা হন না। তার কাজ নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে উঠছেন তিনি।

6Shares

শেয়ার করুন