শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ২:৩৬

নরসিংদী জেলা বিএনপির গন শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

18Shares

নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদী জেলা জাতীয়তাবাদী দল বিএনপির গন  শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনির বিরুদ্ধে রয়েছে নিরব চাঁদাবাজির অভিযোগ গত কয়েকদিন ধরে নরসিংদী সদর উপজেলাধীন নজরপুর ইউনিয়নের অবৈধ মাটি কাটা ও ডেজারের মাধ্যমে বালু উত্তলন করাকে কেন্দ্র করে চলছে রনি বাহিনীর ব্যাপক চাঁদাবাজি। নজরপুর সহ পুরু চরাঞ্চলে রয়েছে তার বিশাল বাহিনী এই চাঁদাবাজির খবর আকারে সামাজিক যোগাযোগ  ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলেও অদৃশ্য কারণে খবরটি বন্ধ হয়ে যায়। আব্দুর রউফ  ফকির রনি সহ গ্রুপ ছবিতে দেখা যায় একাধিক হত্যা মামলার আসামি সহ আওয়ামী লীগের কর্মী বাহিনী নিয়ে তার চলাফেরা। এদিকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক বিএনপির  নেতাকর্মী জানান গত ১৬ বছরের বিএনপি’র আন্দোলন সংগ্রামে তার কোন ভূমিকা ছিল না।  পাসপোর্ট অফিস  সাব রেজিস্ট্রি অফিস বিসিক শিল্পনগরীতে অনেক শিল্প কারখানা থেকে জুটের নামে চাদা দাবি করা সহ অসংখ্য অভিযোগ। তরুয়া জেলখানা মোড়ের মোহাম্মদ আলী ফকির  জিন্নাহর ছেলে আব্দুর রউফ ফকির রনি। গত ৫ ই আগস্ট এর পর থেকে চাঁদাবাজি দখল বাজি আরেক আতঙ্ক হয়ে নরসিংদী জেলায় রনির আবির্ভাব। এতে করে নরসিংদী জেলা বিএনপির  ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে সাধারণ মানুষের ধারণা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেন দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্ত করে তার বিচার নিশ্চিত করা।

18Shares

শেয়ার করুন