নরসিংদী প্রতিনিধি ঃ রোববার (২১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেয়া এক বক্তব্যে এনসিপি নেত্রী অ্যাডভোকেট শিরীন শেলী’র জানান, ২০২৩ সালের একটি মামলার শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রমে চাপ সৃষ্টি করেছে। শিরীন শেলীর অভিযোগ, এসব আইনজীবীরা দায়রা জজের কক্ষে প্রবেশ করে হুমকি দেয় যাতে এই মামলায় যেন কাউকে জামিন না দেওয়া হয়। তিনি আরও জানান, দায়রা জজ নিজেই তাকে ডেকে বলেছেন, "আপনি তো একা, এইসবের বিরুদ্ধে পারবেন না। তারা মব তৈরি করবে, আমি নিরুপায়।" শিরীন শেলী বলেন, “আজ অ্যাডভোকেট সিফাত রনির নেতৃত্বে বিএনপির ২০-২৫ জন ক্যাডার আমার চেম্বারে ঢুকে প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে।”