
আলম খান : একটি আদর্শ, একটি লক্ষ্য, একটি সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন প্রজন্মের আত্মপ্রত্যয়ী পথচলা যেন ফুটে উঠল গত ১৩ই জুলাই পাইকারচর ইউনিয়নে। জাকের পার্টি ছাত্রফ্রন্ট, নরসিংদী জেলা-১ এর আওতাধীন পাইকারচর ইউনিয়ন শাখা সফলভাবে আয়োজন করে তাদের মাসিক সাংগঠনিক সভা। আর সেই সঙ্গে ছিল এক মানবিক উদ্যোগ— পবিত্র আশুরা শরীফ উপলক্ষে শিশুদের মাঝে খাবার বিতরণ। সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন লোকনাথ দত্ত চৌধুরী, সভাপতি, জাকের পার্টি ছাত্রফ্রন্ট, নরসিংদী জেলা-১। বিশেষ অতিথি ছিলেন এ এস এম সুলতান মাহমুদ, সহ-সভাপতি, এবং সাকিব মৃধা, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ছাত্রফ্রন্ট, জেলা-১। এছাড়াও ইউনিয়ন ও জেলার ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রাণবন্ত এ আয়োজনে। সভায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন সদস্য অন্তর্ভুক্তির কৌশল, এবং আদর্শ বাস্তবায়নের রূপরেখা। আলোচনার প্রতিটি বাক্যে প্রতিফলিত হয় সংগঠনের প্রতি নেতাকর্মীদের অঙ্গীকার, নিষ্ঠা ও আত্মত্যাগের গভীর অনুভব। “আদর্শের পথে, সংগঠনের সাথে” — এই বাণী যেন নতুন প্রাণ পেল ছাত্রফ্রন্টের কর্মীদের কণ্ঠে। তারা ঘোষণা দেন, জাকের পার্টির চিন্তাধারাকে সমাজে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যে তাঁরা কখনো পিছু হটবে না। জাকের পার্টি ছাত্রফ্রন্ট শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি নৈতিক আন্দোলনের নাম— যেখানে তরুণরা মানুষ গড়ার কারিগর হয়ে উঠছে। এই সভা যেন তারই এক অনন্য দৃষ্টান্ত।