
আলম খান: সময়ের পরিক্রমায় মানুষ চলে যায়, থেকে যায় তার কর্ম ও অবদান। ঠিক তেমনি শিবপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নিবেদিতপ্রাণ, আমৃত্যু সংগঠক নূর ই আলম মোল্লার স্মরণে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী স্মরণ সভা—যেখানে আবেগ মিশেছিল শ্রদ্ধায়, আর স্মৃতিচারণ মিশে ছিল ভবিষ্যতের প্রেরণায়। শিবপুর উপজেলা যুবদলের আয়োজনে এই স্মরণসভাটি অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর পরিবেশে, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের বলিষ্ঠ নেতৃত্ব শফিকুল ইসলাম মৃধা। সভার প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সহ-সভাপতি, সম্মানিত শিক্ষাবিদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। তাঁর আলোচনায় উঠে আসে নূর ই আলম মোল্লার ত্যাগ, নিষ্ঠা ও দলের প্রতি একনিষ্ঠ ভালোবাসার কথা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। তাঁর কণ্ঠে কেবল একজন নেতার জন্য শোক নয়, ছিল প্রেরণা ও দায়িত্বের কথা—যা আগামীর নেতৃত্বকে পথ দেখাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, “নূর ই আলম মোল্লা ছিলেন সংগঠনের ছায়া, একজন সাহসী পথিকৃৎ। তিনি ছিলেন যুবদলের প্রাণ, আর আদর্শের প্রতিচ্ছবি।” অনুষ্ঠানের শেষাংশে মরহুমের রূহের মাগফিরাত কামনায় এক দোয়ার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন মুন্সি। এই সভা ছিল শুধুই স্মরণ নয়, ছিল দায়িত্ব পুনরায় কাঁধে তুলে নেওয়ার শপথও। নূর ই আলম মোল্লার স্মৃতি তাঁর সহযোদ্ধাদের অন্তরে চিরকাল জেগে থাকবে—একটা নাম, একটা অনুপ্রেরণা হয়ে।