রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩১

শিবপুরে অনন্যা সুপার ও মনোহরদী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে বহু যাত্রী আহত

আরও পড়ুন

0Shares

আলম খান : আজ শনিবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে নরসিংদীর শিবপুর উপজেলার নইম উদ্দিন খলার কাছাকাছি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শিবপুরগামী অনন্যা সুপার ও মনোহরদী পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি বাসই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। সড়ক দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

0Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো