রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৭

শিবপুরের নগর পাক দরবার শরীফে আষাঢ়ী ফল মেলা ও চারা বিতরণ:হযরত আক্কেল আলী (রহ.)-এর স্মরণে মুগ্ধজনতা

আরও পড়ুন

0Shares

আলম খান, শিবপুর, নরসিংদী আষাঢ়ের বর্ষণধারা আর সবুজের আবাহনে শিবপুর উপজেলাবাসী পেল এক হৃদয় ছোঁয়া আয়োজন—নগর পাক দরবার শরীফে আয়োজিত হলো হযরত আক্কেল আলী (রহ.)-এর স্মরণে আষাঢ়ী ফল মেলা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠান। ধর্মীয় ভাবগম্ভীরতা আর সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণে দিনটি ছিল হৃদয়গ্রাহী ও শিক্ষা-অনুপ্রেরণায় ভরপুর। ফল মেলায় স্থান পায় আম, লিচু, কাঁঠাল, আনারস, বেল, জামরুল, ড্রাগনসহ দেশীয় ও বিদেশি নানা প্রজাতির ফল। এর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে বিতরণ করা হয় আম, কাঁঠাল, লেবু, আমলকি, অর্জুন, হরীতকিসহ শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা। অনুষ্ঠানের শুরুতে দরবার শরীফে অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল। উপস্থিত ধর্মপ্রাণ মানুষজন হযরত আক্কেল আলী (রহ.)-এর পবিত্র জীবনের নানা দিক স্মরণ করেন। তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তির প্রতীক, যাঁর মানবতা, ত্যাগ আর সাধনার আলো আজও আলোকিত করে চলেছে শিবপুরবাসীকে। এ আয়োজনে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠন এবং দরবার শরীফের ভক্ত অনুসারীরা। আয়োজকরা বলেন, “এই মেলার মাধ্যমে শুধু ফল নয়, আমরা ছড়িয়ে দিতে চেয়েছি স্মরণ, শিক্ষা ও সবুজের বারতা।” এই আয়োজন যেন হয়ে উঠেছে এক পবিত্র মিলনমেলা, যেখানে ফলের মিষ্টতা, প্রকৃতির সৌন্দর্য আর আধ্যাত্মিক শ্রদ্ধা একত্রিত হয়ে সৃষ্টি করেছে আত্মিক প্রশান্তির আবহ।

0Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো