মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৩৮

জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৯তম গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

31Shares

আলম খান : আদর্শিক ও কলঙ্কমুক্ত ছাত্র রাজনীতির ধারক-বাহক জাকের পার্টি ছাত্রফ্রন্ট তাদের ২৯তম গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নরসিংদী জেলা-১ এর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে। ২৭ জুন ২০২৫, শুক্রবার, জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বক্তারা ছাত্রফ্রন্টের ২৯ বছরের গৌরবোজ্জ্বল পথচলার নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে ভবিষ্যতের কর্মপন্থা, আদর্শিক সংগ্রাম ও সংগঠনের অগ্রযাত্রা আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনায় উঠে আসে, জাকের পার্টি ছাত্রফ্রন্ট শুরু থেকেই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষাঙ্গনে ইতিবাচক ও গঠনমূলক ছাত্র রাজনীতির ধারাকে ধরে রেখেছে। বক্তারা বলেন, “২৯ বছর ধরে জাকের পার্টি ছাত্রফ্রন্ট একটি কলঙ্কমুক্ত, আদর্শিক ও জনকল্যাণমুখী ছাত্র সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।” অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

31Shares

শেয়ার করুন