মেহেদী হাসান তারেক : শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল সামান্দা ঈদগাহ্ ও আ: হাই সরকার বাড়ীর সড়ক সংলগ্ন এলাকায় আজ এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে মৌলভী কাশেম উদ্দিন আহমেদ ফাউন্ডেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আকরামুল হাসান মিন্টু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান তারেক। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান। প্রধান অতিথি বলেন, "গাছ লাগানো শুধু পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সঞ্চয়। এ ধরনের উদ্যোগ সমাজ ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" মৌলভী কাশেম উদ্দিন আহমেদ ফাউন্ডেশন মাধ্যমে আগামী দিনে বিভিন্ন সময় সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে