বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৮

ডিএমপির ওয়ারী বিভাগের তৎপরতায় হারানো টাকা উদ্ধার

আরও পড়ুন

0Shares

তরিৎ পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের করে মোটরসাইকেল আরোহীর হারিয়ে যাওয়া এক লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের তিন পুলিশ সদস্য।  এতে পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগী। পাশাপাশি পুলিশের কর্মকাণ্ডের প্রতি সর্বশ্রেণীর সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পড়েছে।

ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে মোঃ আবুল হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দেন। তার কাছে ছিল এক লাখ ৬৫ হাজার টাকা। মোহাম্মদপুরে পৌঁছে তিনি ভুলবশত টাকার ব্যাগটি মোটরসাইকেলে রেখে নেমে পড়েন । পরবর্তী সময়ে  চালক টাকার ব্যাগটি নিয়ে ওই স্থান থেকে সটকে পড়েন।

এদিকে, টাকা হারানোর ঘটনায় ভুক্তভোগী
আবুল হোসেন ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানায় লিখিত একটি  অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ)-এর নির্দেশনায় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান বশিরের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ও এএসআই  মাহবুল আলমের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তারা সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল চালককে খুঁজে বের করেন। এসময়  হারানো  টাকা উদ্ধার করে আবুল হোসেনের হাতে তুলে দেন তারা।

এ ঘটনায় আবুল হোসেন পুলিশের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও পুলিশের এই তাৎক্ষণিক ও দায়িত্বশীল কার্যক্রমের প্রশংসা করে

0Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো