বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৮

একজন নেতার আসল পরিচয় তাঁর কাজে, মননে এবং মানুষের প্রতি ভালোবাসায়

আরও পড়ুন

10Shares

কাজী শহীদ : একজন নেতার আসল পরিচয় তাঁর কাজে, মননে এবং মানুষের প্রতি ভালোবাসায়। গাজীপুর মহানগরীর বিএনপির সাবেক শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম  সেই বিরল গুণের অধিকারী মানুষ, যিনি রাজনীতি করেন নিঃস্বার্থ সেবাকে সামনে রেখে।  তাঁর নেতৃত্বে টানা ১৪ মাস মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি শুধু নেতৃত্ব দেননি, জনসেবার জন্য নিজের অফিসটিও নিঃস্বার্থভাবে আমাদের হাতে তুলে দিয়েছেন। মানুষের পাশে থেকে কাজ করার এমন মনোভাব সত্যিই অনুপ্রেরণার। তিনি সংগঠনের নেতা, আবার মানুষের হৃদয়েরও নেতা। এলাকাবাসীর একটাই চাওয়া—*ভবিষ্যতে তিনি আরও বড় দায়িত্বে আসুন*, জনগণের কল্যাণে, শ্রমিকদের অধিকার রক্ষায় এবং সংগঠনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখুন।

গোটা গাজীপুরের তৃণমূল পর্যায়ের সবার মন্তব্য, গাজীপুর মহানগরীর শ্রমিক দলের সেরা নেতাদের মধ্যে মোঃ নজরুল ইসলাম ভাই একজন উজ্জ্বল নাম। তাঁর ভবিষ্যৎ পথচলা হোক আরও সফল, শক্তিশালী এবং গৌরবময়—এটাই আমাদের কামনা। শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই একজন সত্যিকারের সেবক নেতার প্রতি।

10Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো