
কাজী শহীদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখা এর অধীন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এই নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন মাষ্টার হুমায়ুন কবির এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদুজ্জামান বাবুল। এছাড়াও ২২ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে রয়েছেন একঝাঁক নিবেদিতপ্রাণ নেতা, যারা কালীগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা আনবেন বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন: – এম. কে. এম ফখরুল হক মিলন – ওমর ফারুক মাশুক – ফজলুল হক বাশার – মো. সেরাজুল সালেকিন লিমন – সিরাজ উদ্দিন বেচালী – এবং আরও অনেক যুব ও অভিজ্ঞ নেতৃবৃন্দ। নেতৃত্বে পরিবর্তনের এই ধারা দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে তুলবে বলে নেতাকর্মীরা মনে করছেন। আসুন সবাই মিলে এই নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাই এবং দলের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করি।