
লক্ষ্মীপুরের রামগতিতে ১৪ বছর বয়সের এক কিশোরী তিন যুবকের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এরইমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরগাজী ইউনিয়নের দূর্গম চর এলাকার একটি বাসা থেকে পুলিশ প্রধান অভিযুক্ত রাজুকে (১৭) আটক করেন।
আটক রাজু চরগাজী ইউনিয়নের চার নং ওয়ার্ড টুমচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। রাজু স্থানীয় কিশোরগ্যাং সদস্য বলে জানান স্থানীয়রা। । রামগতি থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গত ১১ (জুন) বুধবার দুপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন কিশোরী (১৪)। একই গ্রামের বাসিন্দা খায়ের সর্দারের ছেলে জুয়েল (১৮), সোহরাবের ছেলে আজাদ (১৭) ও জসিমের ছেলে রাজু (১৮) কিশোরীর মুখ চেপে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এঘটনায় চরগাজী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও তার সহযোগী সাহাব উদ্দীন কিশোরীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের ঘটনাটি পুলিশকে না জানাতে চাপ দিয়ে আসছিলেন। এছাড়া নিজেদের অসহায়ত্বের কারণে থানা পুলিশকে বিষয়টি জানাতে সাহস পাননি বলে অভিযোগ ভিকটিম কিশোরীর পরিবারের সদস্যদের।
তবে গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং একাধিক গণমাধ্যমে নিউজ হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত রাজুকে আটক করে পুলিশ।
রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, এঘটনায় আটক রাজুসহ চারজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা চার থেকে পাচজনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভিকটিম কিশোরীর মা রেখা বেগম। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।