শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ  বিএনপি নেতার দু:খ প্রকাশ

24Shares

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্লাহ।
১১জুন, বুধবার বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এআর হাফিজ উল্লাহকে নিয়োগ মনোনীত করেন।

এর আগে রামগতি-কমলনগর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবেও এআর হাফিজ উল্লাহকে চূড়ান্ত করা হয়েছে।

তিনি ইতিমধ্যে ব্যাপক জনসংযোগ করে সবার দৃষ্টি কেড়েছেন।

রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে নুরনবী (ভাই) পদত্যাগ করায় এআর হাফিজ উল্লাহকে জেলা জামাতের সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে। এতে করে রামগতি-কমলনগর উপজেলায় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে সদ্য পদত্যাগ করা জামায়াতের লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি  ফারুক হোসাইন নুরনবীর সাথে দীর্ঘ রাজনৈতিক সখ্যতা ও পথচলা নিয়ে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান রাত ১১ টার দিকে  তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন একটি স্ট্যাটাসে লেখেন।

ওই  স্ট্যাটাসে  তিনি লিখেন, “গত ২ যুগ ধরে জামায়াতে ইসলামী আন্দোলন সংগ্রাম আর নির্বাচনে আমাদের সহযাত্রী ছিলেন তিনি। বিভিন্ন ক্রাইসিস মূহুর্তে জেলা জামায়াতের সেক্রেটারি নুর নবী ফারুক ভাইয়ের সাথে কাজ করেছি। সজ্জন রাজনীতিবিদ এবং উদার মনের মানুষ হিসাবে তাঁর প্রতি শ্রদ্ধা সম্মান আর শুভকামনা নিরন্তর। সেই সাথে জেলা জামায়াতের নব নির্বাচিত সেক্রেটারি জনাব এ আর হাফিজ উল্যা ভাইয়ের প্রতি অকৃত্রিম শুভেচ্ছা, আর অভিনন্দন। আশা করি তাঁর প্রজ্ঞা এবং বিচক্ষণতা দিয়ে লক্ষ্মীপুরের চলমান রাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক উত্তরন ঘটাতে সক্ষম হবেন।”

একইভাবে কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী রাত ৯ টার দিকে তার ফেইসবুক ওয়ালে লিখেছেন..”বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাথে লক্ষ্মীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী নুরনবী ফারুক ভাই ছিলেন প্রথম থেকেই। আজ তার আকস্মিক পদত্যাগ আমাদের কমলনগর উপজেলা জাতীয়তাবাদী পরিবারকে ব্যথিত করেছে।
লক্ষ্মীপুর জেলার রাজনীতিতে ফারুক ভাই আবার নতুনভাবে ফিরুক এই কামনা, আল্লাহ ভালো রাখুক।”

এম/এস/এস.কা

24Shares

শেয়ার করুন