শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩১

জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হককে মালয়েশিয়ার গভর্নর প্রাসাদে লালগালিচা সম্বর্ধনা 

0Shares

বেঞ্জামিন রফিক :   মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা রাজ্জের গভর্নর ও মালয়ী ইসলামী বিশ্ব সংস্থা (ডিএমডিআই)এর চেয়ারম্যান দাতো ডঃ আলী রুস্তম তার দীর্ঘ ৫০ বছরের ঘনিষ্ঠ বন্ধু দেশ বিদেশে অত্যন্ত সুপরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যাক্তি আন্তর্জাতিক খ্যাতিমান সমাজকর্মী ১৯৮৭ সনে বিশ্বের সেরা যুবক পুরস্কার প্রাপ্ত জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ডিএমডিআাই বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হককে আজ ২৭শে মে ২০২৫ গভর্নর প্রাসাদে লালগালিচা সম্বর্ধনা দেন ও দুপুরের ভোজে আপ্পায়িত করেন। তিনি গত পরশু ২৫শে মে মালয়েশিয়ায় সেদেশের উপপ্রধান মন্ত্রী দাতোক ডঃ আহমেদ জাহিদ বিন হামিদ, মালাক্কা রাজ্যের চীফ মিনিস্টার দাতোক উতমা আাব রাউফ বিন ইউসো ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে জনাব ফজলুল হকের জাতীয় তরুণ সংঘের বিভিন্ন জনহিতকর কার্যক্রম, বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময়ের ও জনাব ফজলুল হকের নেতৃত্বের প্রশংসা করেন, আশিয়ানে বাংলাদেশকে সদস্য করার জন্য সমর্থন করেন। তারা আগামী অক্টোবর ২০২৫ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ডিএমডিআই বিশ্ব সম্মেলন নিয়ে ও বাংলাদেশের ব্যাপক অংশ গ্রহন নিয়ে আলোচনা করেন। ডিএমডিআই বিশ্ব বিদ্যালয়, বিশ্ব যুব সংস্হা , বিশ্ব যুব ফাউন্ডেশন ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে বিকেলে কুয়ালালামপুর রওয়ানা হয়ে যান-আগামী ৩রা জুন ২০২৫ বাংলাদেশ রওয়ানা হবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য ১লা অক্টোবর ১৯৬৬ সনে ঢাকার হাজারীবাগে শ্হাপিত জাতীয় তরুণ সংঘ আজ এক বিরাট গণসংগঠন। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী দাতেো আনোয়ার ইব্রাহিম, মালাক্কার গভর্নর দাতো আলী রুস্তমের ৫০ বছরের ঘনিষ্ট বন্ধু জনাব ফজলুল হক । যোগাযোগ করুন : +৮৮০১৭১১৫৪২৯১৬,+৮৮০১৮৪১৫৪২৯১৬ ইমেইল :[email protected].

0Shares

শেয়ার করুন