মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৭

একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু

0Shares

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ক্লাব “একক সংঘ সিরাজগঞ্জ”র সভাপতি নির্বাচিত হলেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ,ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু। গত শুক্রবার (৯ মে ২০২৫) একক সংঘ ক্লাবের তৃতীয় তলায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন,  একক সংঘ ক্লাবের  প্রতিষ্ঠাতা সদস্য  লরেন্স। প্রতিষ্ঠাতা সদস্য ও সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ  সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায়  উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে একক সংঘ ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী,সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট  সাইদুর রহমান বাচ্চু -কে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও তাঁর ওপর অর্পণ করা হয়। এবিষয়ে একক সংঘ ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী  একটি সংগঠন “একক সংঘ ক্লাব” এই সংগঠনটি শহরের আর্থসামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা নিয়ে কাজ করে থাকে। এই একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি একক সংঘ ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি। তিনি আরও বলেন, একক সংঘ ক্লাব বেওয়ারিশ লাশের দাফন, তরুণ যুবকরা যেনো মাদকাসক্ত না হয় সেজন্য বিভিন্ন সময় আন্তর্জাতিক মানের দাবা খেলা,টেনিস খেলা,ক্লাবে সার্বক্ষণিক ব্যায়াম,বই ও পত্রিকা পড়ার ব্যবস্হা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জাগায় ভলিবল,ফুটবল,ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করা হয়। সেই সাথে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ও শহরের বিশিষ্ট ব্যাক্তিগণ এখানে আড্ডা দিয়ে থাকেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে একক সংঘ ক্লাবকে আরও আধুনিকরণ করা হবে ও শহরের দুঃস্থ অসহায় মানুষের জন্য একক সংঘ ক্লাব কাজ করে যাবে ইনশাআল্লাহ।

0Shares

শেয়ার করুন