চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর জামেয়াতুল ফালাহ মাদ্রাসায় কমিটির লোকজনের সাথে বিরোধের জের ধরে হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় হাজী আব্দুর রহিম (৭০)-সিলেট ওয়েসিস হাসপাতলে মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে গত ৯ মে বিকালে এলাকার সর্বস্থরের জনসাধারণ ও এলাকাবাসীর আয়োজিত ব্যানারে । মানবাধিকার কর্মী হাজী আনহার আলী এর সভাপতিত্বে ও নিহত হাজী আব্দুর রহিম-এর ভাই আব্দুল ওয়াহিদ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত হাজী আব্দুর রহিম-এর ছেলে মাসুম অহমদ, তানভীর আলী, হোসাইন আহমদ, মারুফ আহমদ, ফাহিম আহমদ, নাহিদ মিয়া, আরিফ মিয়া, আফজল মিয়া, আলী মুসা, রুমেল আহমদ, তারেক আহমদ, নুরুজ্জামান, রায়হান আহমদ, শাকিল আহমদ প্রমুখ। বক্তারা বলেন- শেরপুর জামেয়াতুল ফালাহ মাদ্রাসার সামনে মাটি ভরাট ও পানির রাস্তা বন্ধ করার ঘটনায় কমিটির লোকজনের সাথে প্রতিবেশীর বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় গত ২২ এপ্রিল দুপুর অনুমান ১২ ঘটিকার দিকে মাদ্রাসা‘র প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকদের সাথে চরম উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের ইট-পাটকেল, ধস্তা-ধস্তির একপর্যায়ে হাজী আব্দুর রহিম শারিরিক ও মানষিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। সিলেট ওয়েসিস হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় গত ১ মে- ৩.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। হামলার ঘটনায় নিহত হাজী আব্দুর রহিম-এর স্ত্রী খেলা বেগম অভিযোগ দায়ের করেন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ গত ১ মে হামলার ঘটনায় শেরপুর জামেয়াতুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপাল এর নাম উল্লেখ, অন্যান্য শিক্ষক ও ছাত্রদের অজ্ঞাতনামা আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( মামলা নং-১/১৩০, তারিখ : ০১/০৫/২০২৫ইং) দায়ের করেন।