মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৩

বুদ্ধি প্রতিবন্ধী সুজন হারিয়ে গেছে, খুঁজে পেতে পরিবারের আকুতি 

87Shares

কমলনগরের মো. সুজন (২৬) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক হারিয়ে গেছে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন তিনি। সুজনের খোঁজ না পেয়ে পাগলপ্রায় বাবা-মা সহ তার পরিবারের সদস্যরা। তাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্বজনরা।

সুজন উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামের তিন নম্বর ওয়ার্ড এলাকার চকুমিয়ার বাড়ির শাহ আলমের ছেলে।

হারিয়ে যাওয়ার সময় তার পরণে লুঙ্গিএকটি  ধুসর সাদা রঙের পাঞ্জাবি এবং মাথায়  সাদা রংয়ের একটি  গোলটুপি ছিল। সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।
সুজনের বড় ভাই মো. সোলাইমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বেড় হয় সুজন। এরপর বেলা বাড়লেও সে বাড়ি ফিরে আসেনি। সারাদিন আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি

সুজনের সন্ধান চেয়ে কমলনগরলক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে মাইকিং ও ফেসবুকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সুজনকে খুঁজে পেতে সকলের কাছে আকুতি জানিয়েছেন তার পরিবার।
কোনো স্বহৃদয়বান ব্যাক্তি সুজনের সন্ধান পেলে এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা

মো. সোলাইমান (বড় ভাই)
মোবাইল – 01744336233
যুগান্তর উপজেলা অফিস
করইতলা বাজার, কমলনগর,লক্ষ্মীপুর।
মোবাইল -০১৭২৭৫৪৭৫২৩

87Shares

শেয়ার করুন