মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:১৫

নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটি গঠন:খায়রুল কবির খোকন সভাপতি মঞ্জুর এলাহী সধারন সম্পাদক নির্বাচিত

0Shares

আসাদুজ্জামান বাদল(নরসিংদী জেলা প্রতিনিধি): নরসিংদী জেলা বিএনপির নতুন করে কমিটি করা হয়েছে খায়রুল কবির খোকন সভাপতি মঞ্জুর এলাহী সধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৬ এপ্রিল বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের গোপন মতামতের মাধ্যমে খায়রুল কবির খোকন-কে সভাপতি এবং মঞ্জুর এলাহী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল। বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।

0Shares

শেয়ার করুন