শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৩৩

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

আরও পড়ুন

12Shares

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা
লক্ষ্মীপুরের রামগতিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার  সন্ধায় শিশুটির মা বাদি হয়ে রামগতি থানায় অভিযুক্ত মাকসুদকে (৪২) একমাত্র আসামি করেমামলা দায়ের করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার একমাত্র আসামি অভিযুক্ত মাকসুদ শিশুটির ফুফা হয়সে একই উপজেলার চর বাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকার আবদুল খালেকের ছেলে। পেশায় একজন জেলে


মামলার এজাহার সূত্রে জানা যায় , গত (২০ এপ্রিলরোববার দুপুরে আলেকজান্ডার পৌর এলাকারনম্বর ওয়ার্ড এলাকার  মাওলানা নাছির উদ্দীনের বাড়ির একটি ভাড়া বাসায় আসামী মাকসুদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেঅভিযুক্ত সম্পর্কে শিশুটির  ফুফা হয়শিশুটি তার মা বাবার সঙ্গে ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতসে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী


বাদি এজাহারে উল্লেখ করেন , ঘটনার দিন শিশুটির মা তার বোনের প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে যানতার স্বামী শিশুটির  বাবা জীবিকার প্রয়োজনে প্রতিদিনের মতো রিকশা চালাতে বেরিয়ে পড়েন । এই সুযোগে ঘরে প্রবেশ করেন অভিযুক্ত মাকসুদ। ঘরে শিশুটিকে  একা পেয়ে  মাকসুদ শিশুটির পরনের পায়জামা খোলার জন্য জোরাজুরি করে এবং ধর্ষণের চেষ্টা করেশিশুটি তার পরনের পায়জামা  না খোলায় ধর্ষণে ব্যর্থ হয়ে একপর্যায়ে ঘরে থাকা একটি চিরুনী দিয়ে শিশুটিকে মারধর করে অভিযুক্ত মাকসুদ

পরে
শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করে  এবং আসামি মাকসুদ তাৎক্ষণিক পালিয়ে যায়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা  মাকসুদকে আটক করে ছয় বেত্রাঘাত ও কানধরে উঠবস করিয়ে গ্রামছাড়া করেন।  ভবিষ্যতে এধরণের কাজ কখনো আর করবেনা এবং এলাকায় আসবেনা বলে তার থেকে  মুছলেকা নেন স্থানীয়রা।


এদিকে শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যপক ছড়িয়ে পড়লে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ওঠে।  পরে পুলিশের হস্তক্ষেপে শিশুটির মা বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে বাদ্য হয়
এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. কবির হোসেন বলেন, শিশুটিকে  ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাকসুদ নামের একজনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামি মাকসুদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

12Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো