
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষে কলেজ কর্তৃপক্ষ রোববার কলেজ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো. নূরুল ইসলাম।
কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক হুজ্জাতউল্যাহ যোবায়েরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন, প্রভাষক মো. মাকসুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. নুরুল আনোয়ার, মাঈন উদ্দিন চৌধুরী, অভিভাবক একেএম নোমান হাওলাদার, আনোয়ার হোসাইন ও রাকিব হোসেন প্রমুখ।