শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২৫

ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

15Shares

মোঃ শরীফ ভূইয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:  ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার জুমাবাদ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায়  এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে    পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসাসহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।    সভাপতিত্ব করেন  রূপসী ভূইয়াপাড়া জামে মসজিদের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী ভূইয়া,এই সময় আরো উপস্থিত ছিলেন তারাব পৌর কৃষক দলের সভাপতি বেলায় হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল হোসেন প্রমূখ । সমাবেশ বক্তারা বলেন  ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়, নিরীহ, নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে  ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। এসময় বক্তারা গাজায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বানও জানান।

15Shares

শেয়ার করুন