
ওমর ফারুক(নরসিংদী থেকে) : বৃহস্পতিবার (১০এপ্রিল) এস আই আলামিনসহ অপর এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কতিপয় বহিরাগত নিয়ে নরসিংদীর মাধবদী থানার মহিষাসুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদ্দাআটি গ্রামের মৌলভীবাড়ীর সালাম মিয়ার বাড়িতে অতর্কিতে ঢুকে ভাংচুর,মালামাল নিয়ে যাওয়া এবং ২জনকে ধরে নিয়ে যাওয়ার গুরুতরো অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নরসিংদী সদরে মাধবদী থানার, মহিষাসুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদ্দাআটি গ্রামের মৌলভীবাড়ীর সালাম মিয়ার বাড়িতে মাধবদী থানার এস আই আলআমিনসহ দুই এসআই হঠাৎ করে দুপুরে বিনা ওয়ারেন্টে বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। তারা কতিপয় বহিরাগতদের নিয়ে ঘরের আসবাবপত্র ও দামী জিনিস পত্র ভাংচুর চালায় এবং ঘরের আলমারি ও সুকেস ভেংগে দামী জিনিসপত্র নিয়ে যায়। এসময় বাড়িতে ছোটো ছেলেমেয়ে ও মহিলারা আশেপাশের বাড়ীঘরের প্রতিবেশীরাও ভয়ে আতংকিত হয়ে পড়ে। চিৎকার চেচামেচি করেও তাদেরকে থামানো যায়নি।
ভুক্তভোগী জানান, প্রায় ২ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে এই ভাংচুর চালায়। তারা ২জন নিরপরাধ লোককে আটক করে নিয়ে যায়। একজনের নাম বাছেদ পিতা কালু (৪০) এবং অন্য জনের নাম বাদশা পিতা মন্নান (৩৫)।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই পুলিশদ্বয়ের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।