
লক্ষ্মীপুরের রামগতিতে অটো রিকশা চার্জ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টকালে পিতাকে বাঁচাতে এগিয়ে এসে তার চার বছর বয়সী শিশুপুত্র মো. জোনায়েদ হোসেন মারাত্মক আহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত পিতা মো. আব্বাসকে (৩৫) উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শিশু জোনায়েদকে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেপার্ড করা হয়েছে। পরিবারের সদস্য জাকির মিয়া জোনায়েদ আশংকামুক্ত রয়েছে বলে জানিয়েছেন।
মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় ভুক্তভোগীর পরিবার সহ আশপাশের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার(৭ এপ্রিল) বিকেলে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্বাস ওই এলাকার ৮নং ওয়ার্ডের ফকির বাড়ির কালু মাঝির ছেলে। মৃতুকালে ৩ সন্তান রেখে যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হাওলাদার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত আব্বাস সকালে অটোরিকশা নিয়ে বেড়িয়ে দুপুরে বাড়িতে আসেন।এরপর অটো রিকশাটি পানি দিয়ে পরিস্কার করে চার্জ করার জন্য নিজ ঘরের বৈদ্যুতিক সংযোগ দিতে যায়। রিকশা ও নিজের শরীর ভেঁজা থাকায় সাথে সাথেই আব্বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনায় ঘরে থাকা তার ছোট ছেলে জোনায়েদ (৪) বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও স্পৃষ্ট হয়। পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষনা করেন। আহত ছেলে জোনায়েদকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আব্বাসকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন। আহত জোনায়েদকে চিকিৎসা দেওয়া হয়েছে।সে এখন আশংকামুক্ত রয়েছে বলে জানান তিনি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন জানান, এ ঘটনাটি আগে কেউ আমাকে জানায়নি। খবর নিবেন বলে জানান তিনি।