শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:২১

রামগতিতে আনসার ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

49Shares

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আনসার ভিডিপি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৭ মার্চ সকালে রামগতি উপজেলা কার্যালয়ে আনসার ভিডিপির কর্মকর্তা শামীম আরা বেগম
প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন।

তিনি জানান এই প্রথম বারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে সারাদেশের ন্যায় রামগতিতেও ৪৩ জন আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কামান্ডারদের মাঝে এ উপহার বিতরণ করা হচ্ছে।

উপহার সামগ্রী মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, সেমাই ৪ প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।

ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনসার ভিডিপির সদস্য-সদস্যারা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে।

এ ধরনের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে জানান কর্মকর্তারা।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ জানান, সন্মানিত ডিজি মহোদয়ের দেওয়া ঈদ উপহার জেলা কমান্ড্যান্টের দিক নির্দেশনায় আমার উপজেলার ভাতা ভোগীদের হাতে সুষ্ঠু ভাবে তুলে দিতে পেরেছি। আমরা চাকুরী জীবনে এই প্রথম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ভাতা ভোগীদের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে সত্যি আমি আনন্দিত।

রামগতি বড়খেরী ইউনিয়ন কমান্ডার রিপন মজুমদার বলেন, আমাদের বাহিনীতে দীর্ঘদিন কাজ করার পরও এটি আমাদের জন্য প্রথমবারের মতো ঈদ উপহার। ডিজি মহোদয়ের উদ্যোগের মাধ্যমে এই উপহার পেয়েছি। এজন্য আমরা সন্মানিত ডিজি মহোদয়, জেলা কমান্ড্যান্ট এবং বাহিনীর সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা চিরকাল বাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকব।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা প্রশিক্ষক মনোয়ারা বেগম সহ উপজেলা প্রশিক্ষক ও ভাতাভোগী সকল সদস্য বৃন্দ।

49Shares

শেয়ার করুন