প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
ফেনীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৬৩ বোতল বিদেশী মদ উদ্ধার; গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার; ফেনীর লালপোলে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৬৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ একজন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি হলেন ওমর ফারুক প্রকাশ শিমুল (২৭)। সে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানার লালপোল এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা আসামি ওমর ফারুক প্রকাশ শিমুল'কে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে মাইক্রো বাসের পিছনে মালামাল রাখার স্থানে বিশেষ কৌশলে রাখা ১৬৩ বোতল বিদেশী মদ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য বুধবার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 Jogajog Protidin. All rights reserved.