শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:৩৬

শিবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আরও পড়ুন

0Shares

আলম খান :  শিবপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ২৬ মার্চ সকালেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপলক্ষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। স্বাধীনতা দিবসের এই বিশেষ আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিবপুরবাসী এ ঐতিহাসিক দিনটি উদযাপন করে।

0Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো