শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৩৮

কমলনগরে নেতার কাঁধে কর্মীর লাশ,প্রশংসায় ভাসছে বিএনপি নেতা

58Shares

মোঘল সম্রাট শাহজাহানকে প্রশ্ন করা হয়েছিল, দুনিয়ায় সবচেয়ে ভারী বস্তু কি? তার উত্তর ছিল, পিতার কাঁধে সন্তানের লাশ।
এমন বিয়োগব্যাথা পিতারা অনুভব করাটা সত্যিবচন হলেও মুলত আপনজন কিংবা সহকর্মীর বিদায়ী মুহুর্তটাও অনেকটা আবেগের – অনুমেয় কান্নার হয়ে ওঠা ব্যতিক্রম নয়। কখনো আবার রাজনৈতিক সহকর্মীর না ফেরার খবরটাও বেদনার -যন্ত্রণার।
মঙলবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি পোস্ট করে রীতিমতো প্রশংসায় ভাসছেন বিএনপির এক নেতা।

কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. গিয়াস উদ্দিনের কফিন কাঁধে নিয়ে শেষ বিদায় দিতে কবরস্থানে যাচ্ছেন এমন একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার দিনব্যাপী ফেসবুকে ভাসছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।  একজন নেতা তার এক রাজনৈতিক সহকর্মীর নিথর দেহের (কফিন) খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থ করতে নিয়ে যাচ্ছেন এমন ভিডিওটি দেখে অনেকটা আপ্লূত হয়েছেন সবাই।
সচেতন মহলের মতে,  সত্যিকারের রাজনীতিবিদরা এমনই হয়। তার এমন মহতপ্রাণ উদারতা রাজনীতিবিদদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে মঙ্গলবার এমনি একটি পোস্ট করেছেন। যা নিয়ে ব্যপক প্রশংসায় ভাসছেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ। কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন রাজনৈতিক সহকর্মীর লাশও কোনো অংশে কম ভারী নয়। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করে আসা মানুষটার নিথর দেহটাকে চিরদিনের জন্য বিদায়ের মুহুর্তটা খুবই বেদনার উল্লেখ করে তিনি বলেন, প্রিয় সহকর্মীর মৃত শরীর পরম আদরে কবরে রাখা কতটা ব্যাথার এটা বলে বোঝানো সম্ভব নয়। তিনি তার রাজনৈতিক সহকর্মী ডা. গিয়াস উদ্দিনের  জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং রব্বুল আলামীন তাকে যেন বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন এ দোয়া করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে এ বিষয়ে সকলের দোয়া কামনা করেছেন।

58Shares

শেয়ার করুন