
লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগতি উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার চর পোড়াগাছা ইসলামিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক একরামুল হক।
সাধারণ সম্পাদক মো. জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে রমজানের তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কমলনগর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, রামগতি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক পৌর কাউন্সিলর মাওলানা আবদুর রহিম, কমলনগর উপজেলার সাবেক আমীর মাওলানা নুর উদ্দিন, আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, রামগতি প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক, রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, চরপোড়াগাছা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইউছুপ আজম সহ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছরের পতিত স্বৈরাচার মাফিয়া সরকারের পতনের মাধ্যমে কবর রচিত হয়েছে। করব থেকে মৃত লাশ টেনে তোলার কোন সুযোগ নেই, যে বা যারা এটি করতে চান আমরা তা কোন অবস্থায় হতে দেবনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর এ জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায় এজন্য আপনারা এগিয়ে আসতে হবে।