
শংকর মন্ডল: বেসরকারী উন্নয়ন সংগঠন উত্তরণের উত্তরণের উদ্যোগে ফিসনেট প্রকল্পের অবহিত করণ সভা রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান । এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী কন্টিনজের্ন্ট কমান্ডর,নৌ কন্টিজেন্ট লেঃ মোঃ জুম্মন খান ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার এস.এম শাহাদৎ হোসেন।সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উত্তরণ প্রোগ্রাম কো-অর্ডিনেটরমোঃ মনিরুজ্জামান জমাদ্দার।সভায় প্রকল্পের বিস্তারিত তথ্য ও উপাত্ত তুলে ধরেন ফিসনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ রেজওয়ানুল হক চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার অনিমেষ পাল, মোঃ শাহাজাহান আলী টেকনিক্যাল অফিসার, ফিসনেট প্রকল্প । ফিল্ড ফ্যাসিলিটেটর, অনুকূল বসু, শংকর মন্ডল ও মোঃ আরিফুজ্জামান।