শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:১৮

সারাদেশ যেভাবে চলুক, রামগতি-কমলনগরে অন্যায়ে কোন ছাড় নয়

54Shares

সারাদেশ যেভাবে চলুক, রামগতি-কমলনগরে অন্যায়ে কোন ছাড় নয়
—————- বিএনপি নেতা নিজান
‘‘ইউএনও সাহেব, ওসি সাহেব, এসিল্যান্ড সাহেব, তহশিলদার সাহেব- আপনারা ঘুষ খাবেন না। আমি এমপি নাও হতে পারি, জনগন আমার সাথে আছে- প্রয়োজনে থানা ও ইউএনও অফিস ঘেরাও করবো। আজ থেকে ২৬বছর আগে আমাকে কেউ চিনতো না, আমি আ.স.ম আবদুর রব, মরহুম আবদুর রব চৌধুরী, মেজর মান্নানের মতো জাতীয় নেতাদের হারিয়ে আল্লাহর রহমতে এমপি হয়েছি। কেউ ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না- বিএনপিরও কোন নেতা থানার তদবির করবেন না, মাছঘাটে তদবির করবেন না, এমন কি বিএনপির কোন নেতা মন্ত্রী-এমপিও ঘুষ খেতে পারবে না- আমার নেতা তারেক রহমান কোনটিই কম্প্রোমাইজ করবে না।”


মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে চর রমিজ ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রিয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান। ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম আশরাফ উদ্দিন নিজান আরো বলেন, সারা বাংলাদেশ যেভাবে চলুক সেটা নিয়ে মাথা ব্যথা নেই, তবে রামগতি-কমলনগরে অন্যায়-দুর্নীতিতে কোন ছাড় নয়। থানার দালালি চলবে না, মাছঘাটে দালালি চলবে না। তিনি বিএনপির যত বড় নেতাই হোক আমি কোন কম্প্রোমাইজ করব না। তিনি আরো বলেন, আমি কাউকে ছাড় দেব না। এ নতুন বাংলাদেশে কেউ ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান-মেম্বার দুর্নীতি করতে পারবে না- এমন একটি আদর্শ দেশের জন্যই ছাত্র-জনতা গণ-অভ্যূত্থানে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। আমরা যদি গণতন্ত্রের কথা বলতে না পারি, বাক স্বাধীনতা অর্জন করতে না পারি তাহলে ছাত্রজনতার লক্ষ্য পূরণ হবেনা। খোদার কসম! অন্যায় অবিচারের বিষয়ে কোন ছাড় নয়। আমরা একটি নতুন বাংলাদেশের জন্য এ সরকারকে সহযোগিতা করব। ন্যূনতম সংষ্কার শেষ করে তারা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান সাহেদ, সদস্য মনজুর মোরশেদ জুয়েলসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রমুখ।

54Shares

শেয়ার করুন