লক্ষ্মীপুরের কমলনগরে ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুর - (রামগতি -কমলনগর) আসনের সাবেক জননন্দিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে দুইশতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে এ অর্থ বিতরণ করেন তিনি।
জানা যায়, ২০২৪ সালের আগষ্ট মাসে প্রকৃতিক দুর্যোগ ও সৃষ্ট বন্যার পানিতে কমলনগরের চরকাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ওই সময়ে ২০ দিনেরও বেশি সময় ধরে বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার খিচুড়ি ও নগদ অর্থ সহয়তা প্রদান করেন আশরাফ উদ্দিন নিজান।
তবে বন্যার পানি নেমে গেলেও ফসল উৎপাদন ব্যহত সহ আর্থিক সংকটে পড়েন অসংখ্য পরিবার। যে কারণে আসন্ন ঈদকে সামনে রেখে বন্যায় খতিগ্রস্ত অন্তত দুইশ'জনকে নগদ অর্থ সহায়তার উপহারের প্যাকেট বিতরণ করেন বিএনপির এ সংসদ সদস্য।
অনুষ্ঠানে কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী সহ ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,তাতীদল, মহিলা দল নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।